নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগ নেতাকে না পেয়ে তার ৭৫ বছর বয়সী নামাজরত মাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘরে ঢুকে চালানো হয় ডাকাতি ও লুটপাট। মঙ্গলবার (১ জুলাই) মাগরিবের নামাজের সময় ধানসিঁড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কামাল কোম্পানির বাড়িতে ঘটে এই নির্মম ঘটনা।
আহত বৃদ্ধার নাম হোসনেয়ারা বেগম মরিয়ম। তিনি কবিরহাট উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল খানের মা। প্রথমে তাঁকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় হোসনেয়ারা বেগম বাড়িতে একা ছিলেন এবং মাগরিবের নামাজে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ টাকা, স্বর্ণের তাবিজ ও অন্যান্য স্বর্ণালঙ্কারসহ প্রায় চার ভরি স্বর্ণ ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
আহত বৃদ্ধার ছেলে মো. মহিউদ্দিন জানিয়েছেন, গত কয়েকদিন ধরে হামলার আশঙ্কা করছিলাম। আজকে সবই ঘটেছে—হামলা, লুটপাট, ডাকাতি। আমার মাকে নির্মমভাবে কুপিয়েছে। আমার ভাই এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ৫ আগস্টের পর তিনি এলাকায় নেই। কিন্তু এরপর থেকে আমাদের বাড়িতে একাধিকবার হামলার চেষ্টা করা হয়েছে।
কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।