নুরুল ইসলাম (রহ.)-এর মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার (১৮ মার্চ) নিকলা তাহসিনুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে মরহুম হযরত নুরুল ইসলাম (রহ.)-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হযরত নুরুল ইসলাম অর্গানাইজেশন-এর উদ্যোগে আয়োজিত এই মাহফিলে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই মহতী অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ইসলামিক আলোচনায় বক্তারা মরহুমের জীবনের বিভিন্ন দিক, তাঁর সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং ইসলামের প্রচার ও শিক্ষা বিস্তারে অবদান তুলে ধরেন। বিশেষ করে ধর্মীয় শিক্ষা প্রসারে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
WhatsApp Image 2025 03 18 at 11.08.00 PM 1
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি নাজিম সিদ্দিক। এছাড়া মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষকমণ্ডলী এবং হযরত নুরুল ইসলাম অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন রাসেলসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তাঁরা মরহুমের আত্মত্যাগ ও সমাজে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
WhatsApp Image 2025 03 18 at 11.08.01 PM
হযরত নুরুল ইসলাম (রহ.) ১৯৫০ সালের পহেলা জুন জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি ইসলামী শিক্ষা বিস্তারে অসামান্য ভূমিকা রাখেন। তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য নানাবিধ কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেন। তাঁর প্রচেষ্টায় অসংখ্য শিক্ষার্থী শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছে, যা তাঁর মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ২০২০ সালের ১৭ ডিসেম্বর এই মহৎপ্রাণ ব্যক্তি দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান। তাঁর ইন্তেকালে শিক্ষাঙ্গন, ধর্মীয় মহল এবং সমাজসেবায় এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়। তবে তার রেখে যাওয়া শিক্ষা, মানবতা ও সেবার আদর্শ আজও সমাজে আলো ছড়াচ্ছে। এবং ভবিষ্যতেও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!