নিহত-আহতদের পরিবারকে ১০ লাখ করে ক্ষতিপূরণ দিতে রিট

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ছাত্রছাত্রীসহ বহু মানুষ হতাহত হওয়ার ঘটনায়, নিহত ও আহত প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিকভাবে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। একই রিটে বিমানবন্দর এলাকার আশপাশে ৪ তলার বেশি ভবন নির্মাণ নিষিদ্ধ করার নির্দেশনাও চাওয়া হয়েছে। বুধবার (২৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ এ রিটটি দায়ের করেন।

গত ২২ জুলাই দায়ের করা পৃথক একটি রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট নির্দেশ দেন, উত্তরার দিয়াবাড়িতে বিমানবাহিনীর যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে। সরকারকে সাত দিনের মধ্যে এই কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশনা চেয়ে এবং নিহত শিক্ষার্থীদের পরিবারকে ৫ কোটি টাকা ও আহত শিক্ষার্থীদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।

এ ছাড়া আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে। ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড্ডয়ন কেন বন্ধ করা হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!