নিলামের দুই কনটেইনার উধাও, তদন্তে দুদক

চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দর থেকে নিলামে বিক্রি হওয়া অন্তত দেড় কোটি টাকার কাপড়ের দুটি কনটেইনার উধাও হয়ে গেছে। এ ঘটনায় রবিবার (২৮ সেপ্টেম্বর) বন্দরে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম। চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ফেব্রুয়ারিতে চট্টগ্রাম কাস্টমসের নিলামে প্রায় ২৭ টন ফেব্রিক্স ৮৫ লাখ টাকায় কিনেছেন শাহ আমানত ট্রেডিংয়ের মালিক সেলিম রেজা। পরে শুল্ক, দাম ও বন্দরের অন্যান্য চার্জ বাবদ তিনি আরও এক কোটি সাত লাখ টাকা পরিশোধ করেন। কিন্তু ২৬ ফেব্রুয়ারি ট্রাক নিয়ে ইয়ার্ডে গেলে তিনি জানতে পারেন, কনটেইনারটি নেই। এ পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

সম্প্রতি নিলামে বিক্রি হওয়া আরও একটি কনটেইনারের খোঁজ মিলছে না। এতে ছিল প্রায় ৪২ লাখ টাকার কাপড়। সব মিলিয়ে দেড় কোটি টাকার বেশি মূল্যের পণ্য গায়েব হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

শাহ আমানত ট্রেডিংয়ের মালিক সেলিম রেজা বলেন, আমাদের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম। আর্থিক ক্ষতি এক কোটি টাকার বেশি। সাত মাস ধরে টাকা আটকে আছে। কাস্টমসকে বারবার চিঠি দেয়ার পরও কোনো সমাধান হয়নি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!