আসন্ন নির্বাচন ঘিরে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পুলিশের আইজির বরাত দিয়ে তিনি এ তথ্য জানান। সোমবার (২৮ জুলাই) দুপুরে শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের বলেছেন, নির্বাচনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে। পুলিশের আইজি বলেছেন, সেপ্টেম্বর মাস থেকে দেড় লাখ পুলিশের ট্রেনিং হবে নির্বাচন উপলক্ষে।
প্রেস সচিব বলেন, নির্বাচন সামনে রেখে বিভ্রান্তিকর তথ্য বা মিস-ইনফরমেশন ছড়ানোর প্রবণতা বেড়েছে। এ পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করতে ন্যাশনাল ইনফরমেশন সেন্টারকে সক্রিয়ভাবে ব্যবহার করা হবে—এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, আলোচনা সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আন্তঃসংস্থাপন সমন্বয় বা কো-অর্ডিনেশন বাড়ানোর ওপর। সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের মধ্যে প্রান্তিক থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সমন্বয় জোরদারের ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
শফিকুল আলম বলেন, সম্প্রতি পুলিশের একটি সেন্ট্রাল কমান্ড স্ট্রাকচার গঠন করা হয়েছে। এই কাঠামোর অধীনে একটি মিডিয়া সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এর উদ্দেশ্য হলো—আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত সংগ্রহ ও বিশ্লেষণ করা, এবং প্রতিদিন নিয়মিত প্রেস কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের জানানো—কোথায়, কী ঘটছে, পরিস্থিতি কেমন এবং কী পদক্ষেপ নেওয়া হয়েছে—সবকিছু যেন তাৎক্ষণিকভাবে জানানো যায়।
তিনি আরও বলেন, আপনারা যাতে প্রতিনিয়ত ইনফরমেশন পান সে বিষয়ে জোরদার করতে বলা হয়েছে। এ বিষয়ে প্রফেসর ইউনূস বারবার বলেছেন, পুলিশের কাজগুলো অনেক ক্ষেত্রেই মানুষের কাছে আসছে না একটা ইনফরমেশন সেন্টার বা মিডিয়া সেন্টার না থাকার কারণে। পুলিশ অনেক জায়গায় অনেক ভালো ভালো কাজ করছেন। খুব দ্রুত সাড়া দিচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে অনেকের কাছে বিষয়গুলো জানা থাকছে না। সেজন্য মিডিয়া সেন্টারটা কাজ করবে।