গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, আগামী নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার সময় এসেছে। তিনি মঙ্গলবার (২৭ মে) দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সিপিডির তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনায় এই মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান এবং গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমও উপস্থিত ছিলেন।
ফাহমিদা খাতুন বলেন, দেশি-বিদেশি বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। তা না হলে কর্মসংস্থান সৃষ্টি হবে না এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বন্ধ হয়ে যাবে। এর ফলে দারিদ্র্য ও বৈষম্যও বৃদ্ধি পাবে। তাই এখন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা জরুরি, সেটা ডিসেম্বর, জানুয়ারি বা ফেব্রুয়ারি যাই হোক না কেন। মূল কথা হলো, একটি স্পষ্ট সময় নির্ধারণ করা প্রয়োজন।
নির্বাচন হয়ে গেলেই বাংলাদেশ দ্রুত প্রবৃদ্ধির পথে যাবে, তা নয় বলে মনে করেন মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ব্যাংকিং খাত, এনবিআরসহ অন্যান্য খাতের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। বিনিয়োগ বাড়াতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। বাপেক্সের সক্ষমতা বাড়ানোর জন্য এবং ডিজিটালাইজেশনের জন্য নির্বাচনের অপেক্ষা প্রয়োজন নেই। নির্বাচনের বিষয়ে তিনি বলেন, অনিশ্চয়তা বেশি নয়, ডিসেম্বর বা জুনে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আগামী ৭ থেকে ১৩ মাসের মধ্যে হবে।