কয়েক দিনের ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল। সকাল ৬টায় এই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২.২২ মিটার, যা বিপৎসীমা ৫২.১৫ মিটারের চেয়ে ৭ সেন্টিমিটার বেশি।
ডালিয়া বিভাগের উপসহকারী প্রকৌশলী (পানি শাখা) তহিদুল ইসলাম জানিয়েছেন, উজানের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। নিম্নাঞ্চল এবং চরগ্রামগুলো ইতোমধ্যেই তলিয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে, সন্ধ্যার মধ্যে পানি আরও বাড়তে পারে। বন্যা নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খোলা হয়েছে। পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে তিস্তা নদীর পানি বৃদ্ধির কারণে নীলফামারীর ডিমলার পূর্ব ছাতনাই, খগাখাড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ী ও জলঢাকার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের বিভিন্ন এলাকা এবং রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা, লালমনিরহাট ও কুড়িগ্রামের নদীপারের নিম্নাঞ্চলে পানি ঢুকে গেছে।
ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানিয়েছেন, বুধবার সকাল থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সকাল ৬টায় পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খোলা রাখা হয়েছে।