নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। এর ফলে দেশের ১৫টি উপকূলীয় জেলা ও দ্বীপাঞ্চলে ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এসব এলাকায় ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৬ জুলাই) অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও এর আশপাশের উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গত মধ্যরাতে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তে পৌঁছেছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে যেতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে উপকূলীয় সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলা এবং এসব জেলার সংলগ্ন দ্বীপ ও চরাঞ্চল ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
দক্ষিণাঞ্চলের অধিকাংশ নদ-নদীর পানি এখন বিপদসীমার ওপরে
নিম্নচাপজনিত বৃষ্টির প্রভাবে দক্ষিণাঞ্চলের সব নদ-নদীতে পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে, জানিয়েছে বরিশাল অফিস। এতে করে অস্বাভাবিক জোয়ারে নদী তীরবর্তী অনেক এলাকা প্লাবিত হয়েছে। গতকাল বিকেলে পানিতে তলিয়ে যায় বরিশাল নগরীর সদর রোডসহ একাধিক গুরুত্বপূর্ণ সড়ক ও নিচু এলাকা। নগরীসংলগ্ন কীর্তনখোলা নদীর পাড়ঘেঁষা নিম্নাঞ্চলের ঘরবাড়ি ও রাস্তাঘাটও ডুবে গেছে।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী তাইজুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার বিকেল ৩টার পর থেকে দক্ষিণাঞ্চলের সব নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিকেল ৪টা ৪০ মিনিটে কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে ভাটা শুরু হলে নগরীর বসতবাড়ি ও প্লাবিত এলাকা থেকে ধীরে ধীরে পানি নেমে যেতে পারে বলে তিনি জানান।
বরিশাল নদীবন্দরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ও বন্দর ও পরিবহন বিভাগের কর্মকর্তা রিয়াদ হোসেন জানান, আবহাওয়া অফিসের নির্দেশনা অনুযায়ী সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জাপানের কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে জানিয়েছেন, শুক্রবার থেকে শুরু করে অন্তত সোমবার পর্যন্ত দেশের সব জেলায় পর্যায়ক্রমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বইছে, যার ফলে সমুদ্র ও নদীর মোহনাগুলোতে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। এমন পরিস্থিতিতে আগামী মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
** আবারও লঘুচাপের আভাস, ভারী বৃষ্টির শঙ্কা
** রাজধানীতে বাড়বে তাপমাত্রা, থাকবে ভ্যাপসা গরম
** আরও টানা ৫ দিন বৃষ্টির আশঙ্কা, বাড়বে তাপমাত্রা
** ভারী বৃষ্টিতে বেড়েছে জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে
** বাঁধের ১৭ স্থান ভাঙনে ৩০ গ্রাম প্লাবিত, যোগাযোগ বন্ধ
** ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস
** সাগরে লঘুচাপ সৃষ্টি, বৃষ্টি বাড়ার শঙ্কা
** সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে আট জেলায়
** দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস
** আষাঢ়ে টানা বৃষ্টির পূর্বাভাস
** ৫৯০৪ মোবাইল টাওয়ার সম্পূর্ণরূপে বন্ধ
** হাতিয়া ও সন্দ্বীপের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
** হাতিয়ার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন
** বছরের সর্বোচ্চ তাপমাত্রা ঢাকাতে
** তীব্র গরমের আভাস, নেই বৃষ্টির সম্ভাবনা
** কয়েকটি জেলায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ
** দেশে প্রতিবছর দুর্যোগে ক্ষতি ৩ বিলিয়ন ডলার