আগামী বাজেটে সংবাদপত্র শিল্পে ব্যবহৃত নিউজপ্রিন্ট কাগজ আমদানির ওপর অগ্রিম আয়কর কমানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের সম্মেলন কক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনায় তিনি এ কথা বলেন।
২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট এ আলোচনায় সংবাদপত্র শিল্প রক্ষায় শুল্ক ও করনীতিতে সংস্কারের দাবি জানায় নোয়াব। যার পরিপ্রেক্ষিতে, এনবিআর চেয়ারম্যান বলেন, ‘অগ্রিম আয়কর কমানোর বিষয়টি আমরা বিবেচনা করে দেখব।বর্তমানে নিউজপ্রিন্ট আমদানিতে ৫ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) রয়েছে।
আমদানি করা নিউজপ্রিন্টের কর কাগজ কাস্টম স্টেশনগুলোয় প্রকৃত মূল্যের ভিত্তিতে নির্ধারণ করা হবে, রেকর্ডকৃত মূল্যের ভিত্তিতে নয়— এ আশ্বাস দিয়ে তিনি বলেন, আমাদের কাছে ভুল ঘোষণার সুনির্দিষ্ট প্রমাণ না থাকলে— মূল্যায়ন নির্বিচারে করা উচিত হবে না।আলোচনাকালে নোয়াব নেতারা সংবাদপত্র শিল্পের জন্য কাস্টমস শুল্ক, ভ্যাট ও কর্পোরেট কর কমাতে সরকারের প্রতি আহ্বান জানান। আর্থিক ক্ষতির বিভিন্ন কারণ উল্লেখ করে তারা এ দাবি জানান।
তবে এনবিআর চেয়ারম্যান মতপ্রকাশ করেন, সব শিল্পে কর্পোরেট কর ও ভ্যাটের হার অভিন্ন হওয়া উচিৎ।এসময় নোয়াবের সভাপতি এ কে আজাদ বলেন, বিশ্ব অর্থনীতির বর্তমান অবস্থায় বিশেষত ডলারের ক্রমবর্ধমান বিনিময় হার, এ শিল্পকে নতজানু করে ফেলেছে। বিগত কয়েক বছরে সংবাদপত্র শিল্প বিকাশে সরকার আমাদের কোনো প্রস্তাবনা আমলে নেয়নি। এ বছরের বাজেটে আমাদের প্রস্তাবগুলো বিবেচনায় নেওয়া হোক।
এ কে আজাদ সংবাদপত্রের ওপর উচ্চ করের বোঝা তুলে ধরে বলেন, “নিউজপ্রিন্ট কাগজ আমদানিতে মোট কর প্রায় ৩০ শতাংশ, যার মধ্যে ৫ শতাংশ শুল্ক, ১৫ শতাংশ ভ্যাট, ৫ শতাংশ অগ্রিম আয়কর ও ৫ শতাংশ অগ্রিম কর রয়েছে।” এই কর কমানোর জন্য কাস্টমস শুল্ক ও ভ্যাট কমানোর অনুরোধ জানান তিনি।