নার্সকে ধর্ষণ: কর কর্মচারীর বিরুদ্ধে মামলা

নার্সকে জিম্মি করে ধর্ষণ এবং অন্তঃসত্ত্বা হওয়ার পর ভ্রুণ নষ্ট করার অভিযোগে বরিশাল কর কমিশনার অফিসের প্রধান সহকারীসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৫ মার্চ) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স বাদী হয়ে এ মামলা করেন।

ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। মামলার আসামি মো. হুমায়ন কবির সুমন (৪০) বরিশাল কর কমিশনার অফিসের প্রধান সহকারী। অপরজন মো. মাসুম বিল্লাহ নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকার সিয়াম মেডিকেল হলের মালিক।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!