নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ছয়জন নিহত এবং দুজন আহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আইড়মারী এলাকার তরমুজ পাম্পের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কেবল মাইক্রোবাসচালকের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম রুবেল হোসেন (৩২), বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়। দুর্ঘটনায় হতাহত সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।
বনপাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বড়াইগ্রামের আইড়মারী এলাকায় মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক রুবেল হোসেনসহ পাঁচজন মারা যান। গুরুতর আহত দুজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। অপর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, মাইক্রোবাসটি একটি গাড়িকে ওভারটেক করছিল, ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন, যাদের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, হতাহত সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। এখনো নিহতদের সবার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।