নতুন ৫ টাকার নোটে আবু সাঈদ-মুগ্ধ

নতুন ডিজাইন ও ছবিসংবলিত কয়েকটি ব্যাংক নোট শিগগিরই বাজারে আসছে। ঈদুল আজহার আগে-পরে এসব নোট পর্যায়ক্রমে ছাড়ার প্রস্তুতি চলছে। কিছু নোটে বঙ্গবন্ধুর ছবি থাকছে না, আবার কিছু নোটে কোনো মানুষের পূর্ণ অবয়বও থাকছে না। জানা গেছে, আগামী ২৭ মে বাজারে আসবে ২০ টাকার নতুন নোট, যেখানে থাকবে কান্তজিউ মন্দির ও বৌদ্ধমন্দিরের ছবি। এরপর ২৯ বা ৩০ মে বাজারে আসতে পারে শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষ চিত্র ও আতিয়া মসজিদের ছবি যুক্ত ৫০ টাকার নোট। এ ছাড়া ২ জুন বাজারে ছাড়া হবে বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধের ছবি সংবলিত ১০০০ টাকার নোট। ইউরোপ থেকে কাগজ সরবরাহে বিলম্ব হওয়ায় আবু সাঈদ ও মুগ্ধের অবয়বসহ ৫ টাকার নোট ঈদের পর বাজারে আসবে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, নতুন নোটের ডিজাইন ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে এবং কাগজও দেশে পৌঁছেছে। তিনি বলেন, ১০০০ টাকার নোটসহ কয়েকটি নোটের ছাপার কাজ শুরু হয়ে গেছে। এবারের নোটগুলোতে কোনো মানুষের পূর্ণ অবয়ব রাখা হয়নি। তবে নোটের নকশায় জুলাই বিপ্লবে শহীদ, তারুণ্য, সুন্দরবন, এবং দেশের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। তিনি আরও জানান, ‘আমার ধারণা, ঈদের আগেই কয়েকটি নতুন নোট বাজারে আসবে।’

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন নোটে দেশের ইতিহাস, ঐতিহ্য ও বৈচিত্র্যকে তুলে ধরা হয়েছে। ৫ টাকার নোটে থাকবে ‘জুলাই বিপ্লব’-এর অনুপ্রেরণা আবু সাঈদ ও মুগ্ধদের ছবি। ১০ টাকায় থাকবে তারুণ্যের ঐক্যের প্রতীক এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ছবি। ১০০ টাকার নোটে ইউনেসকোর স্বীকৃত সুন্দরবনের চিত্রা হরিণ ও বাঘের ছবি স্থান পেয়েছে, যা পূর্ববর্তী সরকারের বিদায়ের পর পরিবর্তনের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। ২০০ টাকায় ধর্মীয় সহনশীলতা ও বৈচিত্র্যের প্রতীক হিসেবে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডার ছবি থাকবে। আর ৫০০ টাকার নোটে থাকবে ঐতিহাসিক আহসান মঞ্জিলের ছবি।

জানা গেছে, গত আগস্টে মাত্র ১৫ দিনের মধ্যে নতুন নোটের নকশা চূড়ান্তের প্রস্তাব করা হলেও তা বাস্তবসম্মত ছিল না। কারণ, নকশা প্রস্তুত, কাগজ সংগ্রহ, নিরাপত্তা উপকরণ সংযোজনসহ প্রতিটি ধাপে বিদেশি অংশগ্রহণ প্রয়োজন হয় এবং দরপত্রসহ পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে ৫ থেকে ৭ মাস সময় লাগে। এজন্য ঈদুল ফিতরের আগেই নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!