বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতি ও সংস্কৃতিকে আরও ঘনিষ্ঠভাবে উপস্থাপনের লক্ষ্যে বাজারে আনছে নতুন ডিজাইনের টাকার নোট। এসব নোটে থাকছে দেশের ঐতিহাসিক স্থাপনা, প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক প্রতীক—তবে কোনো ব্যক্তির ছবি থাকছে না। প্রতিটি নোটেই থাকছে নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নোটগুলোর মাধ্যমে জাতীয় ঐতিহ্য ও পরিচয়কে নতুনভাবে তুলে ধরাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
জানা গেছে, প্রথম ধাপে ২০, ৫০ ও ১০০ টাকার নোট বাজারে ছাড়া হবে, যা পবিত্র ঈদুল আজহার আগেই, জুনের ২ অথবা ৩ তারিখের মধ্যে সাধারণ মানুষের হাতে পৌঁছাবে। পর্যায়ক্রমে অন্যান্য মূল্যমানের নোটও বাজারে আসবে। যদিও সব নোট একসঙ্গে বাজারে আসবে না, তবে সীমিত পরিসরে তা ছাড়ার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নতুন ডিজাইনের নোট নিয়ে ইতোমধ্যে জনমনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘নতুন নোটে কোনো ব্যক্তির ছবি থাকছে না; বরং দেশের ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক নিদর্শনকে গুরুত্ব দিয়ে ডিজাইন করা হয়েছে।’ তিনি জানান, ঈদের আগেই—জুনের ২ বা ৩ তারিখে—২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট সাধারণ মানুষের হাতে পৌঁছে যাবে। বর্তমানে ছাপার কাজ চলছে পুরোদমে। প্রথম ধাপে তিনটি মূল্যমানের নোট বাজারে আসলেও, ধাপে ধাপে অন্যান্য নোটও ছাড়া হবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এক অনুষ্ঠানে বলেছেন, নতুন নোটে দেশের প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নতুন ডিজাইনের নোটে কোনো ব্যক্তির ছবি রাখা হয়নি; বরং দেশের ঐতিহ্য, চিত্র ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরা হয়েছে।
ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশিত নতুন নোটের কিছু ছবিতে সুন্দরবন, ঐতিহাসিক স্থাপনা ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতীক স্পষ্টভাবে দেখা গেছে। এসব নোটে দেশের পরিচিতি ও গৌরবময় ইতিহাসের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
নতুন ডিজাইনের ১০০ টাকার নোটে এক পাশে রয়েছে বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ ও জাতীয় প্রাণী রয়েল বেঙ্গল টাইগারের জলছবি। অপর পাশে দেখা যাবে সুন্দরবনের দৃশ্য, যেখানে রয়েছে হরিণের ঝাঁক ও একটি বাঘের ছবি। সাদা অংশেও রয়েছে বাঘের জলছবি।২০০ টাকার নোটে হালকা হলুদ পটভূমিতে দেখা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে স্থাপিত অপরাজেয় বাংলা ভাস্কর্য। অপর পাশে তুলে ধরা হয়েছে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রতিচিত্র—মুসলিম, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের উপাসনালয় ও পোশাকে মানুষের চিত্র, মাঝখানে সবুজ পটভূমিতে দেশের মানচিত্র। ৫০০ টাকার নোটে এক পাশে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার এবং অপর পাশে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। ১০০০ টাকার নোটে একদিকে রয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং অন্যদিকে জাতীয় সংসদ ভবন—যা যথাক্রমে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক।