মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুক ও তাঁর পরিবারের সদস্যসহ মোট ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের হিসাব খোলার ফরম, লেনদেনের বিবরণী ও কেওয়াইসি তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে হিসাব জব্দ করতে চিঠি দিয়েছে।
বিএফআইইউয়ের চিঠি অনুযায়ী, হিসাব জব্দের তালিকায় রয়েছেন তানভীর মিশুকের বাবা মো. ওবায়েদুল্ল্যাহ পনির, মা নাহিদ আক্তার, সাদাফ রোকসানা, রোকসানা কাশেম টুম্পা, মো. সাফায়েত আলম, মো. তাওফিকুর রহমান, মারুফুল ইসলাম ঝলক, মোহাম্মদ আমিনুল হক, ফকির বেদার উদ্দিন আহমেদ, তৈফুর রহমান, মুশফিকুর রহমান ফকির ও তারেক হাসান সরদার।
** নগদের সাবেক এমডি মিশুকসহ ৯ জনের নামে মামলা
** নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা
** নগদের ২,৩৫৬ কোটি টাকার জবাব নেই