ধীরে ধীরে কমে আসবে মূল্যস্ফীতি: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, মূল্যস্ফীতি কিছুটা সময় নিয়ে হলেও ধীরে ধীরে কমে আসবে। তিনি মনে করেন, সরকারের উদ্যোগ ও নীতির ধারাবাহিকতা বজায় থাকলে মূল্যস্ফীতির হার ৪ থেকে ৫ শতাংশের মধ্যে নামিয়ে আনা সম্ভব। বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ ব্যাংক আয়োজিত ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক মো. খসরু পারভেজ, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই ও বিশেষ প্রোগ্রাম বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা। বক্তব্যে তিনি বলেন, নারী উদ্যোক্তারা এখনও ঋণপ্রাপ্তিতে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন। তাই তাদের এগিয়ে নিতে কীভাবে সহায়তা করা যায়, সে লক্ষ্যে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছি।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বর্তমানে ব্যাংক খাতে মোট বিতরণকৃত ঋণের মাত্র ৬ শতাংশ নারী উদ্যোক্তারা পাচ্ছেন, যা বাস্তবতার সঙ্গে মানানসই নয়। এ চিত্র পরিবর্তনে নারীদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ ও গ্রহণযোগ্য করতে হবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, নারী উদ্যোক্তাদের ঋণ দিতে হবে—তবে সেটা শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় তহবিল বাড়িয়ে নয়; বরং ব্যাংকগুলোকে নিজেদের তহবিল থেকেই এই বরাদ্দ দিতে হবে, নারীদের অধিকার বিবেচনায় রেখে।

দেশের সাম্প্রতিক মূল্যস্ফীতি পরিস্থিতি প্রসঙ্গে গভর্নর বলেন, খাদ্য মূল্যস্ফীতি সাড়ে ১৪ শতাংশ থেকে সাড়ে ৮ শতাংশে নেমেছে, আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ১২ শতাংশ থেকে কমে ৯ শতাংশের একটু বেশি হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকারের প্রচেষ্টা ও নীতির ধারাবাহিকতা বজায় থাকলে মূল্যস্ফীতি ৪ থেকে ৫ শতাংশের মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!