দ্বিতীয় দিনেও সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে রোববার (২৫ মে) দ্বিতীয় দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। সংগঠনটি এ অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক’ ও ‘কালাকানুন’ হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।

রোববার (২৫ মে) সকালে সচিবালয়ে দেখা যায়, শত শত কর্মচারী দপ্তর ছেড়ে নিচে নেমে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। মিছিল থেকে ‘অবৈধ কালো আইন মানব না’—এমন স্লোগান তুলে ধরা হয়। সচিবালয়ের ভেতরে বিভিন্ন এলাকা ঘুরে মিছিলটি চলতে থাকে কর্মচারীদের অংশগ্রহণে।

Tiro Bangla 2025 05 25T131630.577

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বদিউল কবীর অনুমোদিত অধ্যাদেশের খসড়াকে ‘কালাকানুন’ হিসেবে উল্লেখ করে জানান, এটি প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাঁদের অবস্থান কর্মসূচি চলবে। রোববার দুপুরে এই ঘোষণা দেওয়ার পর কর্মচারীরা সচিবালয়ের বাদামতলা চত্বরে অবস্থান নেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়।

অভিযোগ উঠেছে, সাড়ে চার দশক আগের কিছু বিশেষ বিধানের ‘নিবর্তনমূলক ধারা’ যুক্ত করে এই অধ্যাদেশের খসড়া তৈরি করা হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহজেই শাস্তি দেওয়ার কিংবা চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি হয়েছে বলে দাবি করেছেন তারা। পাশাপাশি, খসড়াটিকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন আন্দোলনরত কর্মচারীরা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!