দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, দেশে মোট ভোটার সংখ্যা এখন ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪। রোববার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে নির্বাচন ভবনের সামনে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। একই দিনে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হয়।

সিইসি জানান, এখন দেশে মোট নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৬। পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন। আর হিজড়া পরিচয়ে ভোটার আছেন ৯৯৪ জন।

প্রসঙ্গত, মোট ভোটারের এই সংখ্যা দাঁড়িয়েছে ২০২৪ সালের হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে। গত বছরের হালনাগাদে ১৮ লাখ ৮২ হাজার ১১৪ জন নতুন ভোটার তালিকায় যুক্ত হন।অন্যদিকে গত ২০ জানুয়ারি থেকে চলতি বছরের হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে, যা এখনো চলছে।

আজকের ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি জানান, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতি কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!