বিদেশি নাগরিকদের ই-রিটার্ন বাধ্যতামূলক নয়

২০২৫-২৬ করবর্ষের জন্য বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে মুক্তি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন বিশেষ আদেশ অনুযায়ী, এই শ্রেণির করদাতারা ই-রিটার্ন জমা দিতে পারবেন, তবে তা বাধ্যতামূলক নয়। আয়কর আইন ২০২৩-এর ধারা ৩২৮(৪) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে, এনবিআরের বিশেষ আদেশের মাধ্যমে গত ৪ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

WhatsApp Image 2025 08 11 at 5.51.58 PM

অনলাইনে রিটার্ন জমার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পেয়েছেন-

৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র প্রমাণ সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক।

তবে এনবিআর জানিয়েছে, এসব শ্রেণির করদাতারা ইচ্ছা হলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। এছাড়া, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনের সমস্যা থাকায় যদি কোনো করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে অক্ষম হন, তবে তাকে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে যৌক্তিক কারণ উল্লেখ করে আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে তারা কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!