দেশে উবার ওয়ান মেম্বারশিপ চালু

আন্তর্জাতিক রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার বাংলাদেশে নতুন ওয়ান মেম্বারশিপ চালু করেছে। এই মেম্বারশিপ গ্রহণকারী যাত্রীরা উবারের সেবায় বিশেষ ছাড় এবং অন্যান্য সুবিধা উপভোগ করতে পারবেন।

রোববার (৭ সেপ্টেম্বর) উবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের যাত্রীরাও এখন গ্লোবাল মেম্বারশিপের মতো সুবিধা পাবেন। উবার জানিয়েছে, ওয়ান মেম্বারশিপ গ্রহণকারীরা বিশেষ ছাড়, উচ্চ রেটিংপ্রাপ্ত চালকদের অগ্রাধিকারমূলক সেবা এবং অন্যান্য বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। মাসিক ১৭০ টাকার ফি দিয়ে এই মেম্বারশিপ নেওয়া যাবে, যা প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। এছাড়া, উবার ওয়ান সদস্যরা প্রতিটি রাইডে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ‘উবার ওয়ান ক্রেডিট’ পাবেন, যা নিয়মিত ভ্রমণে খরচ সাশ্রয় করবে।

উবার বাংলাদেশের প্রধান নাশিদ ফেরদৌস কামাল বলেন, উবার ওয়ান যাত্রীদের প্রতিদিনের ভ্রমণকে আরও আরামদায়ক ও সাশ্রয়ী করবে।

উবার জানিয়েছে, অ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে সরাসরি উবার ওয়ান নির্বাচন করলে সদস্যপদ পাওয়া যাবে। বাংলাদেশে এই সুবিধা উবারের সকল রাইডে প্রযোজ্য হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!