দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় স্থানে

পবিত্র ঈদুল আজহার ছুটিতে ঢাকার রাস্তাঘাট ফাঁকা, যান চলাচলও কম। কয়েক দিন ধরে কলকারখানাও বন্ধ রয়েছে। তারপরও রোববার (৮ জুন) ঈদের পরদিন রাজধানীর বায়ু রয়ে গেছে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে। সকাল সোয়া আটটার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুমান ছিল ১৫০, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় এদিন ঢাকার অবস্থান ছিল তৃতীয়। প্রথমে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ১৬৭। দ্বিতীয় স্থানে রয়েছে চিলির সান্তিয়াগো।

ঢাকার বায়ুদূষণের অবস্থান তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি নিয়মিত বিশ্বজুড়ে বায়ুদূষণের পরিস্থিতি বিশ্লেষণ করে তথ্য প্রকাশ করে। তাদের তৈরি করা এই তাৎক্ষণিক বা লাইভ সূচকের মাধ্যমে কোনো শহরের বাতাস কতটা দূষিত বা নির্মল, তা জানানো হয় এবং জনসাধারণকে সতর্ক করা হয়।

ঢাকার বায়ুদূষণের অবস্থান তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি নিয়মিত বিশ্বজুড়ে বায়ুদূষণের পরিস্থিতি বিশ্লেষণ করে তথ্য প্রকাশ করে। তাদের তৈরি করা এই তাৎক্ষণিক বা লাইভ সূচকের মাধ্যমে কোনো শহরের বাতাস কতটা দূষিত বা নির্মল, তা জানানো হয় এবং জনসাধারণকে সতর্ক করা হয়।

আজ আইকিউএয়ারের সতর্কবার্তায় ঢাকাবাসীর জন্য কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা জায়গায় ব্যায়াম না করার অনুরোধ জানানো হয়েছে, একই সঙ্গে ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!