বার্তা প্রতিবেদক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে ৪০ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিমানবন্দরের বি-শিফট এর কর্মকর্তারা এই সিগারেট জব্দ করেন। কাস্টমস গোয়েন্দার অতিরিক্ত মহাপরিচালক মো. বশীর আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, দুবাই হতে আগত ফ্লাইট এফ জেড ৫৫৯১ বিমান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। চোরাচালানের তথ্য থাকায় বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা ওই বিমানে আগত যাত্রীদের নজরদারি করেন। মো. আব্দুল মোমেন নামে একজন যাত্রীর গতিবিধি সন্দেহ হয়। পরে কাস্টম আগমনী হলের বেল্ট হতে ওই যাত্রীর দুইটি কার্টুন শনাক্ত করে কাউন্টারে এনে খোলা হয়। যাতে ২০০ কার্টুন (৪০ হাজার শলাকা) বিদেশি সিগারেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। ওই সিগারেট জব্দ করে চট্টগ্রাম কাস্টম হাউসের গোডাউনে জমা দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ছয় মাসে কাস্টমস গোয়েন্দা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেল এক লাখ ৭৫ হাজার শলাকা সিগারেট আটক করেছে। যার আনুমানিক বাজার মূল্য ২৬ লাখ ২৫ হাজার টাকা।