দুবাই ফেরত যাত্রীর রেক্টাম, বিমানের সিটে তিন কেজি সোনা

বার্তা প্রতিবেদক: দুবাই ফেরত দুই যাত্রী সুমন এবং আমিন অর রশিদ। দুবাই থেকে কৌশলে পায়ুপথ ও বিমানের সিটের সঙ্গে আড়াই কোটি টাকা মূল্যের প্রায় ৩ কেজি সোনা এনেছেন। শেষে সোনাসহ আটক হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা। ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

WhatsApp Image 2022 10 15 at 12.17.36 PM

তিনি জানিয়েছেন বলেন, শুক্রবার এমিরেটস এয়ারলান্সের ইকে-৫৮৪ ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন সুমন এবং আমিন অর রশীদ। তাদের মলদ্বারে স্বর্ণ আছে বলে খবর পায় বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)। কাস্টমস গোয়েন্দা এয়ারপোর্ট সার্কেল (শিফট-এ) এপিবিএন-এর তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে এই দুই যাত্রীকে ফ্লাইটের ভেতর থেকেই আটক করে নিয়ে আসা হয়। প্রাথমিক তল্লাশিতে তাদের কাছে চারটি স্বর্ণবার (৪৬৪ গ্রাম) ও ১৯৬ গ্রাম স্বর্ণালংকার ছাড়া অন্য স্বর্ণ পাওয়া যায়নি। তবে পরবর্তী সময়ে রাত সাড়ে ১২টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের উড়োজাহাজে ওই দুই যাত্রীর সিটে ১০টি ছোট-ছোট প্যাকেট পাওয়া যায়। বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ১০টি প্যাকেট খুলে ২ কেজি ৩৪ গ্রাম সোনার মতো দেখতে ‘পেস্ট’ পাওয়া যায় বলে জানান তিনি।

WhatsApp Image 2022 10 15 at 12.17.37 PM

তিনি আরো বলেন, সব মিলিয়ে এই দুই জনের কাছ থেকে ৩ কেজি সোনা উদ্ধার করা হয়। আটক সোনা সৃজা জুয়েলার্সের মাধ্যমে কষ্টি পাথরের সাহায্যে প্রাথমিক পরীক্ষা করা হয়। প্রাথমিক পরীক্ষায় জব্দকৃত পেস্টকে সোনা হিসেবে প্রতিষ্ঠানটি প্রত্যয়ন প্রদান করেছে। এ বিষয়ে কাস্টমস আইনে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

###

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!