বার্তা প্রতিবেদক: দুধ ও ট্যাংক পাউডারের গুড়ার সঙ্গে মিশিয়ে আনা হয়েছে প্রায় দেড় কেজি সোনার গুড়া। এই স্বর্ণসহ মো. আবুল হোসেন নামের এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের সি-শিফটের কর্মকর্তারা। সোমবার (২০ জুন) দিবাগত রাতে তাকে আটক করা হয়েছে।ঢাকা কাস্টম হাউসের উপ কমিশনার মো. রিয়াজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সোনা চোরাচালানের তথ্য পায় ঢাকা কাস্টম হাউসের কমিশনার। এরই প্রেক্ষিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বৃদ্ধি করা হয়। রাত ১টা ৪৫ মিনিটে সৌদি আররের জেদ্দা হতে এস ভি ৮০২ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে আগত নজরদারি করেন হাউসের সি-শিফটের কর্মকর্তারা। মো. আবুল হোসেন নামে এক যাত্রীকে সনাক্ত করা হয়।
পরে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার লাগেজ স্ক্যান করা হলে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরে লাগেজের ভেতর দুইটি দুধের কোটায় দুধ ও ট্যাংকের পাউডার পাওয়া যায়। সে পাউডারের মধ্যে স্বর্ণের গুড়া করে মিশিয়ে আনা হয়েছে। দুধ আর ট্যাংকের গুড়া থেকে স্বর্ণের গুড়া আলাদা করা হয়। এ ছাড়া যাত্রীর কাছে একটি স্বর্ণবার পাওয়া যায়। আটক করা মোট স্বর্ণের ওজন প্রায় দেড় কেজি। পরে যাত্রীকে আটক করা হয়েছে। যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।
###