দুই কর কমিশনারকে বাধ্যতামূলক অবসর

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের দুইজন কর কমিশনারকে (চলতি দায়িত্ব, মূল পদ-অতিরিক্ত কর কমিশনার) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) অর্থ মন্ত্রণালয় থেকে ইস্যু করা পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। দুইজন হলেন-কর কমিশনার মো. শফিকুল ইসিলাম আকন্দ ও মোহাম্মদ মাহমুদুজ্জামান।

মো. শফিকুল ইসলাম আকন্দ কর আপীল অঞ্চল-১, ঢাকার কর কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন। আর মোহাম্মদ মাহমুদুজ্জামান রাজশাহী কর আপীল অঞ্চলের কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন। তবে তাদের দু’জনেরই মূল পদ অতিরিক্ত কর কমিশনার। তবে প্রজ্ঞাপনে সুনির্দিষ্ট কারন বলা হয়নি।

উভয় আদেশ বলা হয়েছে, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো।

চট্টগ্রামে কর্মরত অবস্থায় মো. শফিকুল ইসলাম আকন্দের বিরুদ্ধে বিভিন্ন সময় চাকরিতে থাকাবস্থায় ঘুষ ও দুর্নীতির অভিযোগ ওঠে। সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে চট্টগ্রামের এক করদাতা প্রমাণসহ অভিযোগ দাখিলের পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। অবশ্যই সম্প্রতি বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে পদায়ন করা হয়। কিন্তু ঘুষ ও দুর্নীতির প্রমাণ থাকায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অন্যদিকে, কর অঞ্চল-৫ সহ বিভিন্ন কর অঞ্চলে দায়িত্ব পালনকালে মাহমুদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগ ওঠে।

এর আগে গত ১৭ এপ্রিল এনবিআর সদস্য (চলতি দায়িত্ব) আবু সাঈদ মো. মুস্তাক এবং ট্যাকসেস আপীলাত ট্রাইব্যুনালের সদস্য ও সাবেক কর কমিশনার মো. গোলাম কবীরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। যদিও প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, মাহমুদুজ্জামান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের জামাতা। কেউ কেউ মনে করছেন, এ কারণেই তাকে অবসরে পাঠানো হয়েছে। আবার কারও মতে, আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল, যার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, এনবিআর দুর্নীতি দমন ও রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনতে শুদ্ধি অভিযান পরিচালনা করছে। অভিযানে যাদের বিরুদ্ধে অনিয়ম প্রমাণিত হচ্ছে, তাদের বিরুদ্ধে চাকরিবিধি ও প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে—যার মধ্যে রয়েছে বাধ্যতামূলক অবসর, সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ।

** অবৈধ সম্পদ: অতিরিক্ত কর কমিশনার মারুফ বরখাস্ত
** ঘুষ নেওয়ার অভিযোগে কর কমিশনার বরখাস্ত
** কর কমিশনার কবির উদ্দিন মোল্লার সম্পদের পাহাড়
** বরখাস্ত তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে চিঠি
** টাকা বৈধ করতে ‘কুমির-বাঘের’ ভয় দেখান কমিশনার!
** এস আলমকে সুবিধা: তিন কর কর্মকর্তা বরখাস্ত
** ৩৯ করদাতার আয়কর ‘প্রধান সহকারীর’ পকেটে
** প্রতীক গ্রুপকে সুবিধা দিয়ে চাকরি হারালেন দুই কর্মকর্তা

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!