ঈদে তানজিনের ‘যৌবন তুই হারাইলি কার দায়’

তরুণ প্রতিভাবান কবি তানজিন এ আলামিনের প্রথম একক মৌলিক লোকগান তানজিন সংগীত- ‘যৌবন তুই হারাইলি কার দায়’ শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। গানটি তিনি নিজেই লিখেছেন, সুর দিয়েছেন এবং গেয়েছেন। এতে জীবনের অমূল্য সম্পদ যৌবন নিয়ে এক অনন্য আধ্যাত্মিক অনুভূতির প্রকাশ ঘটেছে। গানটিতে তুলে ধরা হয়েছে, কীভাবে অবহেলা ও অনাদরের ফলে আমরা অনন্তরূপের সাথে একাত্ম হতে ব্যর্থ হই। দেহতাত্ত্বিক ভাবধারায় নির্মিত এই গানের ব্যাখ্যায় অস্তিত্ববাদী চেতনার ছোঁয়া পাওয়া যায়।

গানটি সম্পর্কে গীতিকার, সুরকার ও গায়ক তানজিন এ আলামিন বলেন, তানজিন সংগীত-এর শুভযাত্রা এই গানটির মাধ্যমেই শুরু হচ্ছে। অনেক সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে গানটির নির্মাণ শেষ হয়েছে। শ্রোতাদের প্রতি অনুরোধ, তারা যেন ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। পাশাপাশি, ভবিষ্যতে আরও সচেতনভাবে ভালো গান উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। গানটি প্রচার ও প্রসারে সবার সহযোগিতাও কামনা করেছেন।

গানটির ভিজুয়াল নির্দেশক শোয়াইব বলেন, ‘যেহেতু চারপাশে রুচির দুর্ভিক্ষ চলছে, তাই মনে হলো গানটি শ্রোতাদের সামনে আনা উচিত।’ গানের ভাব ও আবহ ধরে রাখতে তিনি একটি ভিজুয়াল ড্যান্স ফিল্ম নির্মাণের চেষ্টা করেছেন। এতে অভিনয় করেছেন রিফাত চৌধুরী ও উম্মে হাবীবা। সংগীতায়োজন করেছেন রিশিকেশ রকি এবং মিক্স-মাস্টার করেছেন সুমন ঢালি। শ্রোতারা গানটি উপভোগ করতে পারবেন Tanjin A Alamin নামক ইউটিউব চ্যানেলে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!