ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের চারটি বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় যে লঘুচাপ অবস্থান করছে, তা নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। তিনি জানান, এই পরিস্থিতিতে আগামী বুধবার বিকেলের পর থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমে আসবে।

মঙ্গলবার (৮ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের জারি করা এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়েছে, অতি ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে কিছু কিছু জায়গায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

ভারি বৃষ্টির ফলে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী, ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারি হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সোমবারের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে মোংলা, কক্সবাজার, পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা নেই। বৃষ্টিপাত আজকে এবং কালকে (বুধবার) থাকবে। কাল বিকেলের দিকে কমে আসবে।এরপর ১০, ১১ তারিখ কিছুটা কম থাকবে। তারপর আবার ১৩, ১৪ তারিখ বৃষ্টিপাত বাড়বে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!