ঢাকায় ৭৫% সড়ক দখলে ব্যক্তিগত গাড়ি, যাত্রী ১১%

রাজধানী ঢাকার সড়কগুলোর ৭৫ শতাংশ জায়গা দখল করে রেখেছে ব্যক্তিগত গাড়ি, অথচ এসব গাড়ি মোট যাত্রীর মাত্র ১১ শতাংশ বহন করে। রোববার (১০ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘সড়ক পরিবহন ব্যবস্থাপনা সংস্কারে রোড সেফটি ফাউন্ডেশনের রূপরেখা: সরকারের কাছে প্রত্যাশা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে রাজধানীর সড়কের ৭৫ শতাংশ জায়গা দখল করে থাকা ব্যক্তিগত যানবাহন মাত্র ১১ শতাংশ যাত্রী পরিবহন করে, অথচ বাস পরিবহন করে ৫৩ শতাংশ যাত্রী। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে রুট রেশনালাইজেশন পদ্ধতিতে কোম্পানিভিত্তিক আধুনিক এসি ও নন-এসি বাস চালুর প্রস্তাব উপস্থাপন করে রোড সেফটি ফাউন্ডেশন।

সংস্থাটি জানায়, মাত্র সাড়ে ৩ হাজার কোটি টাকায় ৪ হাজার নতুন বাস কিনে এ ব্যবস্থা চালু করা সম্ভব হলে চাঁদাবাজি ও যাত্রী তোলার প্রতিযোগিতা বন্ধ হবে। এতে নগরবাসী সাশ্রয়ী ও আরামদায়ক সেবা পাবেন, ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমে যানজট হ্রাস পাবে এবং বাসের গতি বৃদ্ধি পাবে।

দেশে বর্তমানে ৫ লাখের বেশি মেয়াদোত্তীর্ণ যানবাহনের মধ্যে প্রায় ৭০ শতাংশ এখনো সড়কে চলছে, যা সড়ক দুর্ঘটনার অন্যতম বড় কারণ। রোড সেফটি ফাউন্ডেশন দ্রুত এসব যানবাহন অপসারণ এবং নতুন যান কেনার জন্য মালিকদের সহজ শর্তে ঋণ দেওয়ার প্রস্তাব জানিয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২০ থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত দেশে মোট ৩৪ হাজার ৮৯৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৭ হাজার ৩৮২ জন প্রাণ হারিয়েছেন এবং ৫৯ হাজার ৫৯৭ জন আহত হয়েছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!