ঢাকার তেজগাঁও গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে আজ শনিবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাকাত মেলা। মেলার উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী জাকাত মেলা সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। মেলায় বিভিন্ন আর্থিক ও জাকাত প্রতিষ্ঠানের স্টলের পাশাপাশি জাকাত কনসালটেশন ডেস্ক ও ইসলামিক বইয়ের স্টল থাকবে। এবারের মেলার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছ রহিমআফরোজ, খাদিম সিরামিকস, কোহিনূর কেমিক্যাল, রহিম স্টিল, সাউথ ব্রিজ, হজ ফাইন্যান্স কোম্পানি, আইডিএলসি ইসলামিক, এসএমসিসহ দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে গত বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে জাকাত মেলার বিস্তারিত তুলে ধরেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবদুল মজিদ। এতে উপস্থিত ছিলেন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের নির্বাহী পরিষদের আহ্বায়ক ও রহিমআফরোজ গ্রুপের গ্রুপ পরিচালক মুনওয়ার মিসবাহ মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব মিয়া এবং সিজেডএমের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স মুহাম্মদ জাকারিয়া হোসেন।
মোহাম্মদ আবদুল মজিদ বলেন, সঠিকভাবে জাকাত দেওয়া শুধু অভাবীদের সহায়তা করা নয়, বরং তাদের আত্মনির্ভরশীল করে তোলা, যাতে তারা ভবিষ্যতে দাতা হতে পারে ও আর্থসামাজিক জীবনে যে বৈষম্য আছে, তা নিরসনে সহায়ক হবে। দেশে বর্তমানে ১ লাখ কোটি টাকার জাকাত দেওয়া হয়।তিনি আরও বলেন, যদি এক লাখ কোটি টাকা জাকাত সঠিকভাবে দেওয়া ও ব্যবহার করা যায়, তাহলে দেশে কেউ অভুক্ত থাকত না। ১ লাখ কোটি টাকা যদি ১ কোটি ৮৭ লাখ তীব্র খাদ্যনিরাপত্তাহীন মানুষের মধ্যে বণ্টন করা হয়, তাহলে জনপ্রতি ৫৩ হাজার ৪৭৫ টাকা করে পড়ে।