ড. ইউনূসের নেতৃত্বে গঠন, জাতীয় ঐকমত্য কমিশন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। বুধবার সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এ কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ছয় মাস মেয়াদি এই কমিশন আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে।

কমিশনের সহ-সভাপতি করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ। অন্য সদস্যরা হচ্ছেন- জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান।

জাতীয় ঐকমত্য কমিশন আগামী নির্বাচনের আগে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কারের সুপারিশ বিবেচনা করবে। রাজনৈতিক দল ও অন্যান্য শক্তির সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যমত্য গঠনের লক্ষ্যে পদক্ষেপ সুপারিশ করবে। কমিশনের মেয়াদ ছয় মাস, এবং প্রধান উপদেষ্টার কার্যালয় এর সাচিবিক সহায়তা দেবে।

এর আগে গত বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশন গঠনের সিদ্ধান্ত জানান। কমিশনের প্রথম কাজ হবে জরুরি নির্বাচনী সিদ্ধান্তে ঐকমত্য তৈরি ও নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণে পরামর্শ চূড়ান্ত করা। এছাড়া, রাজনৈতিক দলসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের বিষয়গুলো চিহ্নিত ও বাস্তবায়নের সুপারিশ করবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!