গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে মোট ডেঙ্গুজনিত মৃত্যু দাঁড়িয়েছে একশ একে। একই সময় ৪৪৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ তথ্য রোববার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে বরিশাল বিভাগের (সিটি করপোরেশন এলাকা বাইরে) ৯৫ জন, চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশন এলাকা বাইরে) ৮১ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশন এলাকা বাইরে) ৮৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৬ জন, খুলনা বিভাগে ৫৭ জন, ময়মনসিংহ বিভাগের (সিটি করপোরেশন এলাকা বাইরে) ৮ জন, রংপুর বিভাগের (সিটি করপোরেশন এলাকা বাইরে) ৭ জন এবং রাজশাহী বিভাগে ৩৪ জন রোগী ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৪০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ২২ হাজার ৭০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
**করোনা-ডেঙ্গুর ভিড়ে চিকুনগুনিয়ার হুমকি
**ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৫ মৃত্যু, আক্রান্ত ১৫৯
**ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৩৫২ জন আক্রান্ত, মৃত্যু ১
**ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁই ছুঁই, ভর্তি ৪০ হাজার
**দেশে এই প্রথম ডেঙ্গু টিকার ‘সফল’ পরীক্ষা
**ডেঙ্গু প্রতিরোধে করণীয়
**জুলাইয়ে ডেঙ্গুতে ৪১ জনের মৃত্যু