ডিসেম্বরের মধ্যে নতুন রূপে এনবিআর: অর্থ উপদেষ্টা

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন রূপে দেখা যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বুধবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ‘ইউ পেনশন’ অ্যাপের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, এনবিআরকে দু’ভাগে ভাগ করার উদ্যোগ নেয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে নতুন রূপে এনবিআর হবে। এনবিআর হয়ত নাম থাকবে না, থাকবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। আর থাকবে পলিসি বিভাগ।

ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না জানিয়ে উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশনের উচিত ঋণখেলাপিদের শনাক্ত করা। কিন্তু সমস্যা হচ্ছে কোর্টের স্টে অর্ডার নিয়ে। মহীউদ্দীন খান আলমগীর তো এই ঋণখেলাপি নিয়ে পাঁচ বছর কাটিয়েই দিয়েছিলেন।

নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে অন্তর্বর্তী সরকার কোনো উদ্যোগ নেবে কিনা এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, এ জন্য কালো টাকার উৎস বন্ধ করতে হবে। ইতোমধ্যে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে কাজ করছে। এটি নিশ্চিতে অর্থ মন্ত্রণালয়ও সহায়তা করবে। তবে এ জন্য রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন প্রয়োজন।

আগামী নির্বাচন সুষ্ঠু হবে জানিয়ে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লজিস্টিকের জন্য সাপোর্ট দেওয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। কোনো রাজনৈতিক দলের একজন নেতা নির্বাচন হবে না বললেই তা বন্ধ হয়ে যাবে না। আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিণত করতে হবে। সর্বজনীন পেনশন স্কিমে সব পেশার মানুষ কেন অংশ নিচ্ছে না, তা খতিয়ে দেখার নির্দেশও দেন তিনি।

এ সময় অর্থ উপদেষ্টা জানান, সরকারি কর্মচারী ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার বিষয়টি বিবেচনা করা হবে। এই স্কিমে কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনের ব্যবস্থা নেয়া হবে। সর্বজনীন পেনশন নিয়ে আরও ব্যাপক প্রচারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

** এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ বৈধতার রিট খারিজ
** এনবিআর সংস্কার: ডিসেম্বরের মধ্যে কিছু একটা হবে
** ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ জানতে চেয়েছে সরকার
** এনবিআর আন্দোলনে জুনে রাজস্ব আদায়ে বড় ধস
** বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত আরও তিন কর্মকর্তা
** আন্দোলনে এনবিআরের ক্ষতি নিরূপণে আন্ত:মন্ত্রণালয় কমিটি
** বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত এনবিআরের ১৪ কর্মকর্তা
** ‘এনবিআর আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেয়ার ষড়যন্ত্র ছিল’
** এনবিআরের পুরো বোর্ড বাদ দিতে চেয়েছিল সরকার

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!