ডিমের ডজন ১৫০ ছাড়ালেই আমদানির অনুমতি

এক ডজন ডিমের দাম ১৫০ টাকা ছাড়ালে আমদানির অনুমতি ও শুল্ক–কর ছাড় দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কমিশন এ বিষয়ে বাণিজ্যসচিবকে চিঠি পাঠিয়েছে। বাজারে ঘুরে দেখা গেছে, বর্তমানে ডজনপ্রতি ডিমের দাম প্রায় ১৪০ টাকার কাছাকাছি। তবে কিছুদিন আগে তা ১৫০ টাকা ছাড়িয়েছিল।

শুধু ডিম নয়, পেঁয়াজের দাম কেজিপ্রতি ৯০ টাকা ছাড়ালে আমদানির অনুমতি ও শুল্ক–কর ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। বর্তমানে রাজধানীর বাজারে মানভেদে প্রতি কেজি পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে দেশে ৪৪ লাখ ৪৮ হাজার ৭০০ টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। তাদের মতে, আমদানির সুযোগ উন্মুক্ত থাকায় পেঁয়াজের দাম ও সরবরাহ স্থিতিশীল রয়েছে।

কাঁচা মরিচের দাম কিছুদিন ধরে বাড়তি রয়েছে। বর্তমানে বাজারে প্রতি কেজি ২২০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ অবস্থায় বাজারদর ও সরবরাহ স্থিতিশীল রাখতে ট্যারিফ কমিশন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কাঁচা মরিচ আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের সুপারিশ করেছে। পাশাপাশি আমদানির ক্ষেত্রে শুল্কায়নযোগ্য মূল্যের পরিবর্তে প্রকৃত বিনিময়মূল্যকে শুল্কায়নের প্রস্তাবও দিয়েছে কমিশন।

সবজির বাজার স্থিতিশীল রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে ট্যারিফ কমিশন। তাদের মতে, উৎপাদন পর্যায় থেকে খুচরা বিক্রি পর্যন্ত সরবরাহ শৃঙ্খলের তদারকি আরও জোরদার করা জরুরি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!