‘ডিজিটাল ইউনিয়ন’ কার্যক্রম শুরু বিকাশের

কুমিল্লার দুটি ইউনিয়নে গ্রামীণ জনগণকে সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ‘ডিজিটাল ইউনিয়ন’ কার্যক্রম শুরু করেছে বিকাশ।

সারা দেশে বছরব্যাপী কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে ১১ ফেব্রুয়ারি জেলার জগন্নাথপুর ও পাঁচথুবী ইউনিয়নে পরীক্ষামূলকভাবে এই আয়োজনের যাত্রা শুরু হয়। বাউলগান, বর্ণিল র‌্যালি, উঠান বৈঠকসহ নানা উদ্যোগে এই দুই ইউনিয়নের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যাত্রা শুরু হয় ভিন্নধর্মী এই আয়োজনের।

প্রান্তিক মানুষের ডিজিটাল আর্থিক লেনদেনে দক্ষতা ও স্বাধীনতা বাড়াতে বিকাশ শুরু থেকেই বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এর ধারাবাহিকতায় ডিজিটাল ফিনান্সিয়াল লিটারেসি বাড়াতে ইউনিয়নভিত্তিক কার্যক্রম চালু করেছে প্রতিষ্ঠানটি।

ডিজিটাল ইউনিয়ন কার্যক্রমের আওতায় বাড়ি বাড়ি গিয়ে বৈঠক, মাইকিং, ভিডিও শিক্ষা কার্যক্রম, বাউলগান ও খেলাধুলার মাধ্যমে সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেন বিষয়ে সচেতনতা তৈরি করা হবে। বিকাশ অ্যাকাউন্ট ব্যবহারে বিল পরিশোধ, মাইক্রোফিন্যান্স ও অন্যান্য সেবার নিরাপদ ব্যবহারের ধারণা দেওয়া হবে। ভবিষ্যতে এ কার্যক্রম দেশের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউটিলিটি সেবাদাতা প্রতিষ্ঠান এবং বিকাশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তারা স্থানীয় জনগণকে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে তাদের আর্থিক ব্যবস্থাপনাসহ সার্বিক জীবনযাত্রায় আরও স্বাচ্ছন্দ্য, ভবিষ্যৎ নিরাপত্তা ও সফলতা নিশ্চিত করার আহ্বান জানান।

উল্লেখ্য, বিকাশ-এর পে বিল সেবা গ্রাম ও প্রান্তিক মানুষের জন্য বিদ্যুৎ বিল পরিশোধকে সহজ করেছে, যেখানে তারা নিজের ও পরিবারের বিল যেকোনো সময় এবং স্থানে পরিশোধ করতে পারেন। এছাড়া, বিকাশ অ্যাপের ‘মাইক্রোফাইন্যান্স’ অপশন থেকে এনজিও’র সঞ্চয় ও ঋণের কিস্তিও পরিশোধ করা সম্ভব।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!