ডজনপ্রতি ২০ টাকা বেড়েছে ডিমের দাম

রাজধানীর খুচরা বাজারে ডিমের দাম বেড়ে প্রতি ডজন ১৪০ থেকে ১৪৫ টাকায় পৌঁছেছে। অথচ মাত্র ১০ দিন আগেও প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছিল ১২০ থেকে ১২৫ টাকায়। ফলে এ সময়ে ডজনপ্রতি দাম অন্তত ২০ টাকা বৃদ্ধি পেয়েছে।

রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহজাদপুর ও মগবাজার এলাকার বাজার ঘুরে দেখা গেছে, বাদামি ডিমের পাশাপাশি সাদা ডিমও বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। উল্লেখ্য, গত শুক্রবার পর্যন্তও বাদামি ডিমের দাম ছিল ১৩০ থেকে ১৩৫ টাকা।

ব্যবসায়ীদের বলছেন, টানা বৃষ্টির ফলে সবজির দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতারা ডিমের দিকে ঝুঁকেছেন। চাহিদা বাড়ার এই প্রভাব সরাসরি পড়েছে ডিমের দামে।

শনিবার রাতে রাজধানীর মগবাজারের দিলু রোড থেকে ডিম কিনেছেন আতীকুর রহমান। তিনি জানান, এক ডজন ডিম কিনতে তাকে গুনতে হয়েছে ১৪৫ টাকা। তার কথায়, বাজারে সবজি ও মুরগির দাম আগেই বেশি ছিল, এখন ডিমের দামও বেড়ে গেছে। চালের দাম তো আগেই বেড়েছে। প্রতিদিনই নিত্যপণ্যের দাম বাড়ছে—সংসার চালানো দিন দিন কঠিন হয়ে পড়ছে।

কারওয়ান বাজারে পাইকারি পর্যায়ে ফার্মের বাদামি ডিম ডজনপ্রতি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়, আর সাদা ডিমের দাম ১২০ টাকা। এ বিষয়ে জানতে চাইলে শাহজাদপুরের ডিম বিক্রেতা মো. আব্দুল মতিন জানান, সবজি, মাছ ও মুরগির দাম বেড়ে গেলে সাধারণত ডিমের চাহিদা বাড়ে, যার প্রভাব পড়ে দামেও। তার ভাষায়, গত এক সপ্তাহে ডিমের দাম কিছুটা বেড়েছে। আসলে খামারিরা দীর্ঘদিন লোকসানে ছিলেন, কারণ উৎপাদন খরচ অনেক বেশি। এখন যে দামে ডিম বিক্রি হচ্ছে, তাতে তারা অন্তত কিছুটা লাভ করতে পারবেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!