ট্রেনে ঈদযাত্রা: অগ্রিম টিকিটের সময়সূচি প্রকাশ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। পূর্বাঞ্চলের যাত্রীরা যারা ৩ জুন ভ্রমণ করতে চান, তাদের টিকিট কাটতে হবে শনিবার, ২৪ মে। এর আগের দিনের অর্থাৎ ২ জুনের টিকিট বিক্রি হয়েছে শুক্রবার। রেলওয়ের ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৪ জুনের টিকিট মিলবে ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে এবং ৬ জুনের টিকিট সংগ্রহ করা যাবে ২৭ মে।

ঈদের পর বাড়ি থেকে ফেরার ট্রেনযাত্রার জন্য অগ্রিম টিকিট ৩০ মে থেকে বিক্রি শুরু হবে, যাত্রার তারিখ ৯ জুন। এরপর পর্যায়ক্রমে ১০ জুনের টিকিট মিলবে ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের টিকিট পাওয়া যাবে ৫ জুন।

যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে, পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে। ঈদযাত্রার সকল টিকিটই অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!