জেট ফুয়েলের দাম কমাল বিইআরসি

অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ১১১ টাকা থেকে কমিয়ে ৯৩.৫৭ টাকা এবং আন্তর্জাতিক রুটে ৭৫ সেন্টস থেকে কমিয়ে ৬০ সেন্টস নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (১৩ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে নতুন এই দর ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ।

নতুন নির্ধারিত দর মঙ্গলবার (১৩ মে) রাত ১২টার পর থেকে কার্যকর হবে। বিইআরসি জানিয়েছে, অন্যান্য কমিশন আগের মতোই অপরিবর্তিত থাকবে। আমদানি মূল্য অনুযায়ী প্রতি মাসে জেট ফুয়েলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্তও জানিয়েছে সংস্থাটি। অর্থাৎ, আন্তর্জাতিক বাজারে দামের উত্থান-পতনের সঙ্গে মিল রেখে দেশেও মূল্য বাড়বে বা কমবে। সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যানের পাশাপাশি উপস্থিত ছিলেন সদস্য মিজানুর রহমান, সৈয়দা সুলতানা রাজিয়া, আব্দুর রাজ্জাক এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহিদ সারওয়ার।

এতোদিন জেট ফুয়েলের মূল্য নির্ধারণ করে আসছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে গত ১৫ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ-১ ফুয়েলের দাম নির্ধারণের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি)। ওই প্রজ্ঞাপনের পর গত ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণে গণশুনানি আয়োজন করে সংস্থাটি। শুনানিতে বিপিসি আন্তর্জাতিক রুটে প্রতি লিটারে ১ সেন্টস কমানো এবং অভ্যন্তরীণ রুটে ১ টাকা বাড়ানোর প্রস্তাব দেয়।

বিপিসির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে জেট ফুয়েল বিক্রির পরিমাণ ছিল ৪ লাখ ৭১ হাজার ৫৩৫ মেট্রিক টন। তবে ২০২৩-২৪ অর্থবছরে এটি বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৪১ হাজার ৩৩ মেট্রিক টনে পৌঁছেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!