জুলাই থেকে মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মীরা

আগামী ১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। বাজেট ঘোষণার প্রাক্কালে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম থেকে নবম গ্রেডের কর্মীরা ১৫ শতাংশ এবং দশম থেকে বিংশ গ্রেডের কর্মীরা ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।

অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে মহার্ঘ ভাতার হার চূড়ান্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে এবং এ নিয়ে একটি কমিটিও কাজ করছে। তবে এই ভাতা কার্যকর হলে ২০২৩-২৪ অর্থবছর থেকে দেওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হবে।

আগামী বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন মহার্ঘ ভাতা ঘোষণা করা হচ্ছে। প্রথম থেকে নবম গ্রেডের কর্মীরা পাবেন ১৫ শতাংশ এবং দশম থেকে বিংশ গ্রেডের কর্মীরা পাবেন ২০ শতাংশ হারে ভাতা। এই সুবিধা কার্যকর হবে ১ জুলাই থেকে, সেদিন থেকেই নতুন হারে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে সরকারি কর্মীরা প্রতি বছর ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন। এছাড়া গত জাতীয় সংসদ নির্বাচনের আগে, ২০২৩ সালের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত ৫ শতাংশ হারে বিশেষ প্রণোদনাও চালু করেছিল আওয়ামী লীগ সরকার।

বর্তমানে বিশেষ প্রণোদনা সুবিধা চালু থাকলেও, মহার্ঘ ভাতা কার্যকর হলে ২০২৩-২৪ অর্থবছরে চালু হওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনা বাতিল হয়ে যাবে। অর্থাৎ, আগামী জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা কেবল ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের সঙ্গে নতুন মহার্ঘ ভাতা পাবেন। এ ব্যবস্থায় সরকারের অতিরিক্ত ব্যয় দাঁড়াবে প্রায় সাত হাজার কোটি টাকা—জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!