জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের সহায়তা এবং গণ-অভ্যুত্থানের আদর্শ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য সরকার ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ গঠন করেছে।
সোমবার (২৮ এপ্রিল) অধিদপ্তর গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তিবিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি
জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমের সভাপতিত্বে গত ২৮ ডিসেম্বর আন্তঃমন্ত্রণালয় সভা হয়। ওই সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় এই অধিদপ্তর গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়। এরপর উপদেষ্টা পরিষদ এ বিষয়ে অনুমোদন দেয়।