জুলাইয়ে মূল্যস্ফীতি সামান্য বৃদ্ধি

গেল জুলাইয়ে দেশে মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশে, যা জুনে ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বৃহস্পতিবার (৮ আগস্ট) তাদের ওয়েবসাইটে।

জুলাইয়ে খাদ্য সূচকে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ, যা জুনে ছিল ৭ দশমিক ৩৯ শতাংশ। একই সময়ে খাদ্য বহির্ভূত সূচকে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৩৮ শতাংশ, জুনে যা ছিল ৯ দশমিক ৩৭ শতাংশ। টানা তিন বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি অব্যাহত রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ০৩ শতাংশ।

২০২৪ সালের জুলাইয়ে ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ ১৪ দশমিক ১০ শতাংশ খাদ্য মূল্যস্ফীতি হয়েছিল। তবে অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নেওয়ায় এর কিছুটা ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।

গত দুই-তিন বছর ধরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অর্থনীতির বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে সুদের হার বাড়িয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। পাশাপাশি, এনবিআর তেল, আলু, পেঁয়াজ, ডিমসহ কয়েকটি নিত্যপণ্যে শুল্ক-কর কমিয়েছে এবং বাজারে এসব পণ্যের আমদানিপ্রবাহ স্বাভাবিক রাখতে উদ্যোগ নিয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!