জুলাইয়ে ডেঙ্গুতে ৪১ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল পর্যন্ত জুলাই মাসে ডেঙ্গুতে মোট ৪১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৯৮০ জন এবং মৃত্যু হয়েছে ৮৩ জনের। শুধু জুলাই মাসেই হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৬৮৪ জন।

চলতি বছরে ডেঙ্গুতে সর্বাধিক আক্রান্ত হয়েছেন বরিশাল বিভাগে, আর সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা মহানগরে। বৃহস্পতিবার পর্যন্ত বরিশালে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৯৪২ জন, মৃত্যু ১৬ জন। অন্যদিকে, ঢাকা মহানগরে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৪০ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ জনের।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি নতুন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকা মহানগরে ৬৩ জন, বরিশালে ৭২ জন, ঢাকা বিভাগের মহানগরের বাইরে ৪৬ জন, চট্টগ্রামে ৩৫ জন, রাজশাহীতে ৩৫ জন, খুলনায় ১৮ জন, ময়মনসিংহে চারজন এবং রংপুরে পাঁচজন রয়েছেন। সিলেট থেকে কোনো নতুন রোগীর তথ্য পাওয়া যায়নি। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১,২৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন, যার মধ্যে ঢাকার বাইরে ৯২১ জন এবং ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ৩৪১ জন।

জানুয়ারি মাসে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,১৬১ জন এবং মারা গেছেন ১০ জন। ফেব্রুয়ারিতে আক্রান্ত হয়েছে ৩৭৪ জন, মৃত্যুর সংখ্যা তিনজন। মার্চে আক্রান্ত ৩৩৬ জন, তবে ওই মাসে কোনো মৃত্যু হয়নি। এপ্রিলে আক্রান্ত ৭০১ জন এবং মৃত্যু হয়েছে সাতজনের। মে মাসে আক্রান্ত ১,৭৭৩ জন ও মৃত্যু তিনজন। জুনে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৫,৯৫১ জন এবং মৃত্যু হয়েছে ১৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্তের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংগ্রহ করছে। ২০২৩ সালে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হন, মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ওই বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের। ২০২৪ সালে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

**করোনা-ডেঙ্গুর ভিড়ে চিকুনগুনিয়ার হুমকি
**ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৫ মৃত্যু, আক্রান্ত ১৫৯
**ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৩৫২ জন আক্রান্ত, মৃত্যু ১
**ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁই ছুঁই, ভর্তি ৪০ হাজার
**দেশে এই প্রথম ডেঙ্গু টিকার ‘সফল’ পরীক্ষা
**ডেঙ্গু প্রতিরোধে করণীয়

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!