জুন থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে নেপাল

নেপাল চলতি বছরের জুন মাস থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে যাচ্ছে। নেপাল সরকারের ঘোষণায় জানানো হয়েছে, জুন থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করা হবে। এই চুক্তির আওতায় নেপাল, বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যুৎ সহযোগিতা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। নেপালের সংবাদমাধ্যম নেপাল মনিটর জানিয়েছে, এটি গত বছর স্বাক্ষরিত চুক্তির ফলাফল, যেখানে নেপাল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিল।

বাংলাদেশে নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি গতকাল রোববার অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিদ্যুৎ রপ্তানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নেপালের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশে রপ্তানির পরিমাণও বৃদ্ধি করা হবে, যা দুই দেশের পারস্পরিক সুবিধা নিশ্চিত করবে।

নেপাল মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৩ অক্টোবর বাংলাদেশ, নেপাল ও ভারতের মধ্যে বিদ্যুৎ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, নেপাল ২০২৫ থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বরের মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে। একই সঙ্গে, ভারতীয় আদানি পাওয়ার জানিয়েছে, তারা কয়েক দিনের মধ্যে বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করবে, যা বিগত তিন মাস ধরে আংশিকভাবে বন্ধ ছিল। তবে, তারা বাংলাদেশ সরকারের কিছু শুল্ক ও কর সুবিধার অনুরোধ প্রত্যাখ্যান করেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!