গুগল জিমেইল ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তন করার তাগিদ দিয়েছে। সম্প্রতি বিশ্বের কয়েকটি কর্পোরেট সিস্টেমে বড় ধরনের সাইবার আক্রমণের পর ব্যক্তিগত অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ব্যবহারকারীদের নতুন পাসওয়ার্ড সেট করার অনুরোধ জানিয়েছে সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠানটি।
জুলাই মাসের শেষ দিকে এবং ৮ আগস্টে, গুগল দুইবার তাদের ২৫০ কোটি জিমেইল ব্যবহারকারীকে পাসওয়ার্ড পরিবর্তনের নোটিফিকেশন পাঠায়। ব্যবহারকারীদের সতর্ক করে গুগল জানায়, বিশ্বব্যাপী হ্যাকারদের ফিশিং কার্যক্রম বেড়েছে, যার লক্ষ্য ব্যবহারকারীদের প্রতারণার মাধ্যমে লগ-ইন তথ্য চুরি করা।
উল্লেখ্য, গত মে মাসে সাইবার নিরাপত্তা বিষয়ক গবেষক জেরেমিয়া ফাউলার জানিয়েছিলেন যে, একটি উন্মুক্ত ডেটাবেসে প্রায় ১৮৪ মিলিয়ন পাসওয়ার্ড ছেড়ে দেওয়া হয়েছে এবং এগুলোর একটি বড় অংশই গুগল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে যুক্ত।
এক মাস পর, গুগলের থ্রেট ইনটেলিজেন্স গ্রুপ (GTIG) জানিয়েছে যে তাদের একটি কর্পোরেট সেলসফোর্স সার্ভার ক্লাস্টার হ্যাক করা হয়েছে। এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক তথ্য—যেমন নাম ও যোগাযোগের বিবরণ—উন্মোচিত হয়ে গেছে, যদিও এসব তথ্য আগে থেকেই অনলাইনে উপলব্ধ ছিল। গুগল ব্যাখ্যা করেছে, এই হামলার পিছনে রয়েছে ‘UNC6040’ নামে পরিচিত একটি অনলাইন থ্রেট গ্রুপ। তারা ভয়েস ফিশিং ব্যবহার করে আইটি এজেন্টের ছদ্মবেশ ধারণ করে তথ্য চুরি ও অর্থ আদায় করে থাকে এবং মূলত এইভাবে সার্ভার সিস্টেমে অ্যাক্সেস লাভ করেছে।
চলতি সপ্তাহে গুগলের থ্রেট ইনটেলিজেন্স গ্রুপ (GTIG) ‘UNC6395’ নামে আরও একটি হ্যাকার গ্রুপ শনাক্ত করেছে। জিটিআইজি সেলসফোর্স সার্ভারের গ্রাহকদের এই হ্যাকার গ্রুপ সম্পর্কে সতর্ক করেছে।