২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। চলতি বছরে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যেখানে গত বছর ছিল ৮৩ দশমিক ৪ শতাংশ। ফলে পাসের হার কমেছে ১৪ দশমিক ৯৫ শতাংশ।
পাশের হার ও জিপিএ-৫-এ এগিয়ে মেয়েরা
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, পাশের হার ও জিপিএ ফাইভে এগিয়ে আছেন মেয়েরা। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৭৩ হাজার ৬১৬ জন এবং ছাত্র ৬৫ হাজার ৪১৬ জন।
ফলাফলে ৯টি সাধারণ ও মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এ বছর ছাত্রদের মধ্যে পাশের হার ৬৫.৮৮ শতাংশ এবং ছাত্রীদের মধ্যে পাশের হার ৭১.০৩ শতাংশ। আর ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬৫ হাজার ৪১৬ জন এবং ছাত্রীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৭৩ হাজার ৬১৬ জন। চলতি বছর মাদ্রাসা বোর্ডে পাশের হার ৬৮.০৯ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৭৩.৬৩ শতাংশ।
এছাড়া ৯ টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে ৬৭.৫১ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭৭.৬৩ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৩.৬০ শতাংশ, যশোর বোর্ডে ৭৩.৬৯ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭২.০৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৫৬.৩৮ শতাংশ, সিলেট বোর্ডে ৬৮.৫৭ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৬৭.০৩ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৫৮.২২ শতাংশ শিক্ষার্থী পাশ করেছেন।