জাতির পিতার আদর্শ হৃদয়ে ধারণ করতে হবে: মুনিম

বার্তা প্রতিবেদক: দেশের অর্থনীতি, উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে জাতির পিতার আদর্শ হৃদয়ে ধারন ও লালন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। সোমবার (১৫ আগস্ট) সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শোক সভায় তিনি এই মন্তব্য করেন।

298604524 1095942804649461 120914020504140471 n 1

জাতির পিতার শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে এনবিআর এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে ক্যাডেটদের উদ্দেশে বঙ্গবন্ধুর ঐতিহাসিক দিক নির্দেশনামূলক ভাষণের ভিডিও প্রদর্শন করা হয়। এরপর উপস্থিত সকলকে বঙ্গবন্ধুর ওপর লিখিত একটি করে বই পড়তে দেয়া হয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বই পড়া কার্যক্রম চলে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতার বর্ণাঢ্য জীবন আলেখ্য ও কর্ম নৈপুণ্যের ওপর রচিত বিভিন্ন বইয়ের পঠিত অংশের ওপর আলোচনার পাশাপাশি আত্ম বিশ্লেষণ, আত্মোপলব্ধি এবং অভিব্যক্তি প্রকাশ হয়। জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও বিশেষ দোয়া, আলোচনা অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

298299143 1257456931746304 8419520136677910129 n 1

এছাড়া এনবিআরের সদস্যসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এনবিআর সদস্য (বোর্ড প্রশাসন) বশীর আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের পবিত্র আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একইসঙ্গে প্রধানমন্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যদের বর্ণাঢ্য কর্মময় জীবন, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, ‘আজ জাতীয় শোক দিবস। এটি বাঙালি জাতির ইতিহাসে একটি শোকাবহ দিন। এই শোককে আমাদের শক্তিতে পরিণত করতে হবে। আমাদেরকে দেশের অর্থনীতি, উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে জাতির পিতার আদর্শ হৃদয়ে ধারন ও লালন করতে হবে।’ অপরদিকে, এনবিআর ছাড়াও ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস ও কর অঞ্চলগুলো আলাদা আলাদাভাবে জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!