জটিল রোগের চিকিৎসা ব্যয় করমুক্ত

চাকরিরত কর্মচারীদের জটিল রোগের চিকিৎসা ব্যয় করমুক্ত ঘোষণা করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব করা হয়েছে। সোমবার (২ জুন) বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে বাজেট পেশের সময় এসব তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, ‘চাকরিরত কর্মচারীদের কিডনি, লিভার, ক্যান্সার, হার্ট এর চিকিৎসার পাশাপাশি মস্তিষ্কে অস্ত্রোপচার ও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত চিকিৎসা ব্যয় বাবদ প্রাপ্ত অর্থ করমুক্ত করা হয়েছে।’

অপরদিকে, দেশে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সহজলভ্য ও সাশ্রয়ী করতে বড় সিদ্ধান্ত নিচ্ছে অন্তবর্তী সরকার। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যানসার প্রতিরোধক ওষুধসহ সব ধরনের ওষুধ তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর অব্যাহতির সুবিধা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে ভোক্তা পর্যায়ে জীবনরক্ষাকারী ওষুধের দাম কমতে পারে।

উপদেষ্টা বলেন, দেশীয় ওষুধ শিল্পকে শক্তিশালী করা এবং জনগণের জন্য জীবন রক্ষাকারী ওষুধ সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করার লক্ষ্যে ওষুধ তৈরির কাঁচামাল এবং অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) আমদানিতে শুল্ক-কর অব্যাহতির সুযোগ বাড়ানোর প্রস্তাব করছি।

উপদেষ্টা আরও বলেন, দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে রেফারেল হাসপাতালসহ ৫০ শয্যার বেশি হাসপাতাল স্থাপনের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি ও চিকিৎসা সরঞ্জাম আমদানিতে শুল্ক ও কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে। এতে উন্নত চিকিৎসাসেবা দেশের বিভাগীয় ও জেলা পর্যায়েও ছড়িয়ে দেওয়ার পথ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!