ছাগলের খামার সিগারেট স্ট্যাম্প-ব্যান্ডরোলের কারখানা!

রাজস্ব ফাঁকি হতো ১৫ কোটি টাকা

রাজস্ব ফাঁকি দিতে সিগারেটে লাগানো হতো ব্যবহৃত স্ট্যাম্প ও জাল ব্যান্ডরোল। ভ্যাট কর্মকর্তাদের থেকে বাঁচতে সেই স্ট্যাম্প ও ব্যান্ডরোল লুকিয়ে রাখা হতো। শেষ পর্যন্ত রাজস্ব ফাঁকি দেওয়া বিপুল পরিমাণ স্ট্যাম্প ও ব্যান্ডরোল ছাগলের খামারের মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু শেষ রক্ষা হয়নি। ছাগলের খামারের মাটি খুঁড়ে জব্দ করা হলো সেই ব্যবহৃত সিগারেট স্ট্যাম্প ও জাল ব্যান্ডরোল। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে বিজয় ইন্টারন্যানাল টোব্যাকোর লিমিটেডের ছাগলের খামারের মাটি খুঁড়ে বিপুল পরিমাণ স্ট্যাম্প ও ব্যান্ডরোল জব্দ করেছে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা। চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটের কমিশনার মুহম্মদ জাকির হোসেন জানিয়েছেন, ব্যবহৃত এই স্ট্যাম্প ও জাল ব্যান্ডরোল দিয়ে সিগারেট বাজারজাত করা হলে প্রায় ১৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি হতো।

কমিশনার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ভ্যাট কর্মকর্তারা কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলার ফার্ম চেয়ারম্যান পাড়া এলাকায় অবস্থিত বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো লিমিটেডের মালিকানাধীন ছাগলের খামারে অভিযান পরিচালনা করেন। এসময় খামারে মাটি খুঁড়ে বেশ কিছু ব্যবহৃত রঙের ডাম্প উদ্ধার করা হয়। ডাম্পগুলোর উপর ফয়েল পেপার দিয়ে মাটি দিয়ে ঢেকে দেওয়া ছিলো। পরে এসব ডাম্প খুলে ভেতরে ৩৬ লাখ ২৪ হাজার পিস ব্যবহৃত সিগারেট স্ট্যাম্প ও ২ লাখ ৫০ হাজার পিস সিগারেটের নকল ব্যান্ডরোল পাওয়া যায়। এসব ব্যান্ডরোল ও স্ট্যাম্প দিয়ে সিগারেট বাজারজাত করা হলে প্রায় ১৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি হতো।
Cigaratte CTG
অভিযানের সময় বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো লিমিটেডের ব্যবস্থাপক (ভ্যাট) মো. কামরুজ্জামান স্বপন উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম সকল ধরণের চোরাচালান প্রতিরোধে ও সরকারি রাজস্ব স্বার্থ সংরক্ষণে সর্বদা অগ্রগামী ও গতিশীল। চোরাচালান প্রতিরোধের জন্য নিবারণী কার্যক্রম পরিচালনার মাধ্যমে সকল ধরনের অবৈধ বা জাল পণ্য ও সিগারেট বাজারে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কমিশনার।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!