চিড়া-পানি নিয়ে জাহাজে বিদেশ যাওয়ার চেষ্টা, আটক

চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় মঙ্গলবার গভীর রাত ও বুধবার অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় তিনজনকে আটক করেছে বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তাকর্মীরা। তাদের মধ্যে একজন মালামাল চুরি করতে এবং আরেকজন জাহাজে উঠে বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আটক ব্যক্তিরা হলেন আবুল খায়ের, মাহফুজ শেখ ও মেহেদী হাসান।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সচিব মো. ওমর ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তিনজন আলাদা সময়ে বন্দরে প্রবেশের চেষ্টা করেন। নিয়মিত টহল ও নজরদারির সময় তারা ধরা পড়েন। পরে তাঁদের বন্দর থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে এক নম্বর গেটে যানবাহন তল্লাশির সময় আবুল খায়ের আটক হন। তাঁর বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। খায়েরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, পণ্য চুরির উদ্দেশ্যে একটি গাড়ির নিচ দিয়ে তিনি বন্দরে ঢোকার চেষ্টা করছিলেন।

বন্দরের ১১ নম্বর জেটিতে ঘোরাঘুরি করার সময় আজ সকাল ৮টা ৩৫ মিনিটে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা মাহফুজ শেখকে আটক করা হয়। তিনি অনুমতি ছাড়াই বন্দরে প্রবেশ করেছিলেন। মাহফুজ স্বীকার করেছেন, বিদেশে যাওয়ার জন্য জাহাজে ওঠার পরিকল্পনা ছিল তাঁর। বন্দরে তিনি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং চিড়া ও পানিভর্তি একটি ব্যাগ নিয়ে প্রবেশ করেছিলেন।

বুধবার বেলা সোয়া দুইটার দিকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাসিন্দা লাবলু অন্যের প্রবেশপত্র ব্যবহার করে একটি কাভার্ড ভ্যানের জন্য গেট পাস নিতে চেষ্টা করেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, প্রবেশপত্রটি তাঁর মৃত মামার। তবে কী কারণে তিনি বন্দরে প্রবেশ করতে চেয়েছিলেন, তা জানা যায়নি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!