দেশের জরুরি চাহিদা মেটাতে সরকার চার লাখ টন চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দ্রুত চাল আমদানির জন্য নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটি। বুধবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চার লাখ টন চাল আমদানির জন্য দরপত্র দাখিলের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১৫ দিন করার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তসহ অতিরিক্ত ৫০ হাজার টন অকটেন আমদানির প্রস্তাবসহ মোট পাঁচটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটি।
সভায় শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের (সিসিসিএল) উৎপাদন পদ্ধতি ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরের প্রকল্পে ভারতীয় অংশের রোপওয়ে নির্মাণকাজ আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৮৯০ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়নের কথা ছিল ২০২১ সালের মধ্যে।
এ ছাড়া বৈঠকে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের রাষ্ট্রীয় সমুদ্র গবেষণা ও জরিপ কার্যক্রমের জন্য দুটি পৃথক প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে খুলনা শিপইয়ার্ড থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে আনুষঙ্গিক সরঞ্জামাদিসহ একটি ছোট রিসার্চ ভ্যাসেল কেনা এবং ওই ভ্যাসেলের নিরাপদ নোঙরের জন্য একটি পন্টুনসহ জেটি ও গ্যাংওয়ে নির্মাণ।
**চালের দাম বেড়েই চলেছে
**‘জিটুজি’ পদ্ধতিতে ভারত থেকে চাল আমদানির চেষ্টা
**চালের দাম কমে যতটা, বাড়ে তার দ্বিগুণ
**ভিয়েতনাম থেকে এলো ২০ হাজার টন চাল
**আমদানি বাড়লেও চালের দামে ঊর্ধ্বমুখী
**ভিয়েতনাম থেকে এলো ১২.৫ হাজার টন চাল
**চালের এত আমদানি এর পরও কমছে না দাম
**ভারত থেকে এল সাড়ে ১১ হাজার টন চাল
**ভিয়েতনাম থেকে এলো ২৯ হাজার টন চাল
**পাকিস্তান থেকে এলো ২৬ হাজার টন চাল
**কেজিতে ১৭ টাকা বেড়েছে চালের দাম
**রমজানে স্বস্তি বাজারে, অস্বস্তি শুধু চালের দামে
**সিন্ডিকেটের কবলে চাল আমদানি
**চাল আমদানি হচ্ছে টনকে টন,তবুও কমছে না দাম