চার বিভাগ ও এক সার্কেলকে সম্মাননা দিলো ভ্যাট দক্ষিণ

বার্তা প্রতিবেদক: বিদায়ী অর্থবছর রাজস্ব আদায়ে সাফল্য অর্জন করায় চার বিভাগ ও এক সার্কেলকে সম্মাননা দিয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ঢাকা (দক্ষিণ) কমিশনারেট। চারটি বিভাগ হলো-তেজগাঁও, লালবাগ, নারায়নগঞ্জ ও মুন্সিগঞ্জ বিভাগ। আর সার্কেলের মধ্যে রয়েছে রামপুরা সার্কেল। মঙ্গলবার (২৩ আগস্ট) ভ্যাট দক্ষিণ কমিশনারেটের ‘জুলাই মাসের রাজস্ব আহরণ অগ্রগতি ও পর্যালোচনা সভায়’ এই সম্মাননা দেয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনবিআর সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) ড. মইনুল খান। সভায় সভাপতিত্ব করেন, ঢাকা (দক্ষিণ) কমিশনারেটের কমিশনার শওকত আলী সাদী।

ভ্যাট দক্ষিণ কমিশনারেট সূত্রমতে, সভায় ঢাকা (দক্ষিণ) ভ্যাট কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা হতে তদুর্ধ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সভায় বিদায়ী ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব প্রবৃদ্ধির জন্য তেজগাঁও বিভাগ ও রামপুরা সার্কেলকে ক্রেস্ট প্রদান করা হয়। তেজগাঁও বিভাগের রাজস্ব প্রবৃদ্ধি ৩৫.০৩% ও রামপুরা সার্কেলের রাজস্ব প্রবৃদ্ধি ১২০.৪৪%। ইটভাটার প্রদেয় রাজস্বের সম্পূর্ণ মূসক ও পূর্ববর্তী অর্থবছরের সংশ্লিষ্ট খাতে বকেয়া মূসক আদায়ের অবদান রাখার জন্য লালবাগ বিভাগ, নারায়নগঞ্জ বিভাগ ও মুন্সিগঞ্জ বিভাগকে ক্রেস্ট প্রদান করা হয়।

###

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!