অধ্যাদেশ বাতিল ও এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো পূর্ণাঙ্গ কর্মবিরতি চলছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এর অধীনস্থ সব অফিসে। রোববার (২৫ মে) সকাল ৯টা থেকে রাজধানীর এনবিআরের প্রধান কার্যালয়ের নিচে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়কর, শুল্ক ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতির কর্মসূচি পালন করছেন।
তবে কাস্টমস হাউস, এলসি স্টেশন, রপ্তানি কার্যক্রম ও আন্তর্জাতিক যাত্রীসেবা এই কর্মবিরতির আওতামুক্ত রয়েছে। কর্মসূচি শেষে আজ বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের। সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা না পাওয়ায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ গতকাল পূর্বঘোষিত কলম বিরতি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। নতুন কোনো ঘোষণা না এলে আগামী ২৬ মে (সোমবার) থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে বলে জানা গেছে।
গতকাল এনবিআরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন, যা নিয়ে অস্বস্তি প্রকাশ করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। শনিবারের সংবাদ সম্মেলনে বলা হয়, সকাল থেকেই এনবিআর ভবনের ভেতরে ও বাইরে পুলিশ, বিজিবি, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ পরিস্থিতি নানা প্রশ্ন ও উদ্বেগের জন্ম দিয়েছে বলে জানায় সংগঠনটি।
গত ২২ মে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির উদ্দেশ্যে জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণ, রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ ওয়েবসাইটে প্রকাশ এবং সব অংশীজনের মতামতের ভিত্তিতে টেকসই রাজস্ব সংস্কার নিশ্চিত করার দাবি জানানো হয়।
ওই দিন রাতেই অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পরামর্শক কমিটিসহ সব অংশীজনের সঙ্গে আলোচনা করে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন আনা হবে এবং তা বাস্তবায়নেও উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, এনবিআরের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়। তবে অর্থ মন্ত্রণালয়ের এ বিবৃতিকে স্বাগত জানালেও, চার দফা দাবিতে নিজেদের অবস্থানে অনড় রয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ২২ মে রাতেই দেওয়া পাল্টা বিবৃতিতে সংগঠনটি তাদের দাবিগুলো পুনরায় তুলে ধরে।